পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তিন দিনের ছুটি শেষে অফিস-আদালত খুলেছে আজ। খুলেছে ব্যাংক-বীমা এবং শেয়ারবাজারও।
বৃহস্পতিবার থেকে তিন দিনের সরকারি ছুটি শুরু হয়। শুক্রবার পালিত হয় ঈদুল ফিতর। ছুটি শেষে অফিস শুরু করেছেন কর্মজীবীরা। তবে যারা ঈদে গ্রামে গিয়েছেন তাদের জন্য অফিসে যোগ দেয়া কঠিন হয়ে গেছে। কারণ দ্রুত ঢাকায় ফিরে অফিসে যোগ দেয়া তাদের জন্য কঠিন হবে।
অফিস শুরুর দিনে তেমন একটা কাজ হবে না। চলবে শুধুই আনুষ্ঠানিকতা আর শুভেচ্ছা বিনিময়। একইভাবে ব্যাংকপাড়ায় জরুরি প্রয়োজন ছাড়া লেনদেনও তেমন হবে না বলে মনে করা হচ্ছে।