নিশ্চিত না হয়ে কারো আত্মসম্মানে আঘাত অধিকার পরিপন্থী

আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম

আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম
আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। ছবি : সংগৃহীত


প্রথম আলো সর্বদা রাজনীতিবিদদের চরিত্র হননে ব্যস্ত থাকে, যত না অন্যান্য ক্ষেত্রের। ১/১১ থেকে শুরু করে পূর্বাপর সবসময়। রাজনীতিবিদরাই আজ দলমত নির্বিশেষে সাংবাদিকদের পক্ষে অবস্থান নিয়েছে। তৃণমূল থেকে উঠে আসা রাজনীতিবিদদের অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও এখনো তারা সমাজের যে কোনো অংশের থেকে সৎ এবং গণমুখী।

জনগণের দুর্দশা এবং প্রয়োজনে তারাই এগিয়ে আসে সর্বাগ্রে এবং নিঃস্বার্থে। ভুঁইফোড় হাইব্রিডদের কথা বলছি না। আশা করি প্রথম আলো এ বিষয়টি ভবিষ্যতে বিবেচনায় আনবেন। মনে রাখবেন সাংবাদিকদের মত রাজনীতিবিদ এবং সমাজের অন্যান্য অংশেরও স্ত্রী সন্তান পরিবার পরিজন এবং আত্মসম্মান আছে। তাই নিশ্চিত না হয়ে কারো আত্মসম্মানে আঘাত দেয়া সাংবাদিকতার নীতিমালা এবং মৌলিক অধিকার পরিপন্থী।

universel cardiac hospital

শেয়ার করুন