করোনায় ৩৪ লাখ ৩১ হাজার ৪৯৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

করোনায় মৃত্যু
করোনায় মৃত্যু। ছবি : সংগৃহীত

বৈশ্বিক মহামারি করোনার প্রাদুর্ভাব রুখতে দেশে দেশে চিকিৎসাবিজ্ঞানীরা মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু কিছুতেই যেন নতুন এই ভাইরাসের গতি থামছে না।

করোনাভাইরাসের আপডেট তথ্য প্রদানকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী সারা বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৬ কোটি ৫৫ লাখ ৪৯ হাজার ৩২৩ জন এবং মারা গেছে ৩৪ লাখ ৩১ হাজার ৪৯৫ জন।

আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১৪ কোটি ৪৫ লাখ ৬৯ হাজার ৩২২ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে এক কোটি ৭৫ লাখ ৪৮ হাজার ৫০৬ জন।

আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৮ শতাংশ এবং মারা যাওয়ার হার ২ শতাংশ। সারা বিশ্বে বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে এক লাখ ১২৩ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ৩৮ লাখ দুই হাজার ৩২৪ জন এবং মারা গেছে ছয় লাখ এক হাজার ৯৪৯ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে ভারত, ব্রাজিল, ফ্রান্স, তুরস্ক, রাশিয়া, ব্রিটেন, ইতালি, স্পেন ও জার্মানি।

প্রতিবেশী দেশ ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে দুই কোটি ৫৭ লাখ ৭১ হাজার ৪০৫ জন এবং মারা গেছে দুই লাখ ৮৭ হাজার ১৫৬ জন।

শেয়ার করুন