আবাবিলের আশায় প্রতিদিন কাঁদে
আকসা আর আল কুদস্,
মোত্তালিবের চোখ আকাশে তাকিয়ে
সাহায্য চাইছে খুব |
আব্রাহা’র – হাতি দেখে তুমি রক্ষী পাঠিয়েছিলে
আব্রাহাম ট্যাংকের সামনে আমি; কেন গেলে তবে ভুলে ?
ছোট ছোট কত আবদুল্লাহ আজ বোমায় মরছে পিসে;
বল মাবুদ কবে সাহায্য আসবে, রাগ ভাঙ্গবে তোমার কিসে ?
ইয়েমেন জ্বলছে; মিসর পুড়ছে, ছাঁই হয়ে গেছে শাম
তাকবির দিয়ে ঝরে গেছে কত নাম না জানা নাম|
অজুত লক্ষ লাশের মুখে ‘হানজালা’ খুঁজি আমি
নববধূ কত ‘জামিলা’ খুঁজছে লাশ তার প্রিয় স্বামীর!
সত্য কিতাবে তুমি ই তো বলেছো – তুমি অন্তরযামী
কত কোটি হাত উঠলে পরে – জিব্রীল আসবে নামি ?
না – ই দিবে যদি হামজা; উমর; আলী অথবা খালিদ
আমার কাঁধে তুলে দিলে কেন পবিত্র মসজিদ ?
আবাবিল দাও, আবাবিল দাও, আবাবিলের মালিক
আল আকসায় হাত তুলে কাঁদে লাখো লাখো মুত্তালিব ||
- লেখক: সাখাওয়াত জাকি