হেফাজতে ইসলামের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মনির হোসেন কাসেমীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বারিধারা-বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মনির হোসেন কাসেমী হেফাজতে ইসলামের কেন্দ্রীয় অর্থ সম্পাদক। এছাড়া জমিয়তে উলামায়ে ইসলাম ও মুহতারিম জামিয়া মাদানিয়া মাদ্রাসার যুগ্ম-মহাসচিব। ২০১৩ সালের ৫ মে মতিঝিলে এবং এ বছরের নারায়ণগঞ্জের সহিংসতায় তিনি জড়িত বলে নিশ্চিত করেছে গোয়েন্দা পুলিশ।
এদিকে শুধু দেশের মাটিতে নাশকতা বা সহিংসতা নয়, বিদেশি গোয়েন্দা সংস্থা এমনকি জঙ্গি সংগঠনের সঙ্গে সরাসরি সংশ্লিষ্টতা আছে হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির কয়েকজন নেতা ও তাদের পরিবারের। সাংগঠনিক কাজে সফর করেছেন পাকিস্তান ও আফগানিস্তানেও। এদের দেশের নিরাপত্তার জন্য বড় হুমকি বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। আর পুলিশ বলছে, বাংলাদেশকে আফগানিস্তান বা পাকিস্তান মডেলের রাষ্ট্র বানানোর অভিলাষ ছিল অনেক হেফাজত নেতার।