রাজধানীতে মানবপাচারকারী চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

মানবপাচারকারী চক্রের সদস্য
মানবপাচারকারী চক্রের সদস্য। ছবি : সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে মানবপাচারকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। গতকাল শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয়েছে পাচারের জন্য আনা ছয়জনকে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মিশু, মোহন মিয়া, মো. সুজন মিয়া এবং মো. রিয়াজ। তাদের কাছ থেকে ২২টি মোবাইল ফোন, নগদ ২ হাজার ৩৬০ টাকা জব্দ করা হয়েছে।

শনিবার সকালে র‌্যাব-১০ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে র‌্যাব-১০ এর একটি দল যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালায়। অভিযানে ছয়জন ভিকটিমসহ মানবপাচারকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে র‌্যাব জানায়, তারা পেশাদার নারী ও শিশু পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। বেশ কিছুদিন ধরে পরস্পর যোগসাজশে, সংঘবদ্ধভাবে ও প্রতারণামূলকভাবে অবৈধপথে পতিতাবৃত্তি ও যৌন কাজে নিয়োজিত করার জন্য বিভিন্ন বয়সের নারী ও শিশুদের প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে পাচার করে আসছিল তারা। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মানবপাচার আইনে একটি মামলা করা হয়েছে।

শেয়ার করুন