ইন্টারনেটের ধীরগতি থাকতে পারে শুক্রবার

নিজস্ব প্রতিবেদক

ব্রডব্যান্ড ইন্টারনেট
ফাইল ছবি

কক্সবাজারে সাবমেরিন ক্যাবলের মেরামত কাজের কারণে আগামী শুক্রবার (২৮ মে) ইন্টারনেটের কার্যক্রমে ব্যাঘাত ঘটতে পারে। এদিন ইন্টারনেট ধীরগতিও হতে পারে।

বঙ্গোপসাগরের নিচ দিয়ে আনা ক্যাবলের মেরামত কাজের জন্য বেলা ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত এই সমস্যা হতে পারে।

universel cardiac hospital

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক ব্যবস্থাপনা পরিচালক শহিদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারের সাবমেরিন ক্যাবলের কাজ করতে প্রায় আট ঘণ্টার মতো সময় লাগতে পারে।

শেয়ার করুন