করোনাভাইরাসে বিধ্বস্ত ভারতে মৃত্যুর সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে। গত একদিনে দেশটি মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড গড়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন দুই কোটি ৬৭ হাজারের বেশি মানুষ। ভারতে করোনার পাশাপাশি নতুন মহামারি হিসেবে দেখা দিয়েছে ব্ল্যাক ফাঙ্গাস রোগ।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ভারতে গত একদিনে মৃত্যু হয়েছে ৪ হাজার ৪৫৫। একদিনে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যু। এনিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৩ হাজার ৭৫১ জন।
ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ লাখ ২২ হাজার ৮৩৫ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি ৬৭ লাখ ৫১ হাজার ৬৮১ জন।
করোনার ভয়াবহতায় ভেঙে পড়েছে ভারতের স্বাস্থ্যসেবা। কয়েকটি রাজ্যে অক্সিজেন ও নানা চিকিৎসা সামগ্রীর সংকট দেখা দিয়েছে। স্বাস্থ্যকর্মীরা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন।
নদীতে ভাসতে দেখা গেছে শত শত লাশ। নদীর পাড়ের বালুচরে মিলেছে হাজার হাজার পোঁতা লাশ। এটির ফলে করোনা সংক্রমণ বৃদ্ধি ও পরিবেশ দূষণের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
করোনার ভয়াবহ পরিস্থিতির মধ্যেই নতুন করে ভারতে দেখা দিয়েছে ব্ল্যাক ফাঙ্গাস নামের এক রোগ। এটি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে দেশটি এই রোগকে নতুন মহামারি হিসেবে ঘোষণা করেছে। এর পাশপাশি অনেকের দেখা দিয়েছে হোয়াইট ফাঙ্গাস রোগ। এটি আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।