দেড় মাস পর ভারতে দৈনিক সংক্রমণ ২ লাখের নিচে

আন্তর্জাতিক ডেস্ক

ভারতে করোনা শনাক্ত
ছবি : সংগৃহীত

প্রায় ৪০ দিন পর ভারতে করোনার দৈনিক সংক্রমণ ২ লাখের নিচে নামল। এর আগে ১৪ এপ্রিল দেশটিতে সংক্রমিত হয়েছিলেন ১ লাখ ৮৪ হাজার মানুষ।

১৫ এপ্রিল প্রথমবার তা দুই লাখে ছুঁয়েছিল। তার পর বাড়তে বাড়তে ৪ লাখ ছাড়িয়েছিল দৈনিক আক্রান্ত। কমতে কমতে মঙ্গলবার তা আবারও দুই লাখের নিচে নামল। খবর আনন্দবাজার পত্রিকার।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমিত হয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৪২৭ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা হল ২ কোটি ৬৯ লাখ ৪৮ হাজার ৮৭৪।

ভারতে গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যাও কমেছে। করোনা ৩ হাজার ৫১১ জনের প্রাণ কেড়েছে গত ২৪ ঘণ্টায়। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু হল ৩ লাখ ৭ হাজার ২৩১ জনের।

ভারতের অধিকাংশ রাজ্যে সংক্রমণ নিয়ন্ত্রণে আসাতেই দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা কমেছে। শুধু মাত্র তামিনাড়ুতেই দৈনিক আক্রান্ত ৩০ হাজারের বেশি।

মহারাষ্ট্র, কর্নাটক এবং কেরালায় আগের থেকে অনেক কমেছে দৈনিক সংক্রমণ। অন্ধ্রপ্রদেশে তা ১৩ হাজারে কাছাকাছি। পশ্চিমবঙ্গেও একটু কমে ১৭ হাজারের ঘরে।

ওড়িষ্যাতে যদিও ১১ হাজারের বেশি আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায়। আসামে আক্রান্ত হয়েছেন ৬ হাজারের বেশি। বাকি সব রাজ্যে ৫ হাজারের নিচে নেমেছে দৈনিক সংক্রমণ।

উত্তরপ্রদেশে, দিল্লি, ঝাড়খণ্ড, বিহার, ছত্তীসগঢ়, রাজস্থান, গুজরাত, মধ্যপ্রদেশ, হরিয়ানার মতো রাজ্যগুলিতে আক্রান্ত কমেছে উল্লেখযোগ্য হারে।

শেয়ার করুন