সূচকের বড় উত্থানে চলছে লেনদেন

অর্থনৈতিক প্রতিবেদক

শেয়ারবাজার
শেয়ারবাজার। নমুনা ছবি

সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে দেশের দুই পুঁজিবাজারে চলছে লেনদেন। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন শুরুর পর থেকে প্রথম এক ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ৮৬৬ কোটি টাকা। এই সময়ে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, আলোচ্য সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার ৯৬২ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক পাঁচ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৭৬ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক সাত পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ১৭৭ পয়েন্টে। আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেন ছাড়ায় ৮৬৬ কোটি ৫৭ লাখ ৪৪ হাজার টাকা।

বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, উল্লিখিত সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৪৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৪১টির। কমেছে ১৪৮টির। অপরিবর্তিত রয়েছে ৫৯ টি কোম্পানির শেয়ারের দর।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। শেষ কার্যদিবসে সিএসইতে লেনদেনে অংশ নেয়া ১৯৪টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৮৪টির। কমছে ৯৬টির। আর দর অপরিবর্তিত আছে ১৪টি কোম্পানির শেয়ারের দর।

আলোচ্য সময়ে সিএসইতে মোট লেনদেন হয়েছে ২১ কোটি ৬৪ লাখ ৬১ হাজার ২৭৩ টাকা।

শেয়ার করুন