হেফাজতের সহিংসতা: ব্রাহ্মণবাড়িয়ায় আরও ৭ জন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

গ্রেফতার
গ্রেফতার। প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত ইসলামের বিক্ষোভ চলাকালে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সংগঠনটির আরও সাতজন কর্মী ও সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ।

গত ৪৮ ঘণ্টায় পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

শুক্রবার সকালে জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। পুলিশ জানায়, সহিংস ঘটনাগুলোর প্রাপ্ত স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করা হয়। বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

সহিংসতার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় চারটি ও সরাইল থানায় দুটি ও রেলওয়ে থানায় একটিসহ মোট ৫৬টি মামলা হয়েছে।

এ সব মামলায় ৪১৪ জন এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ সব মামলায় এখন পর্যন্ত নতুন ৭ জনসহ মোট ৫০৬ জনকে গ্রেফতার করা হলো।

শেয়ার করুন