সরাসরি পরীক্ষার ব্যবস্থা নিতে বলেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন

নিজস্ব প্রতিবেদক

ইউজিসি
ফাইল ছবি

করোনা মহামারির কারণে এক বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকা দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে অনলাইনের পাশাপাশি সরাসরি স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পরীক্ষার ব্যবস্থা নিতে বলেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন- ইউজিসি।

এই নির্দেশনা দিয়ে বৃহস্পতিবার (২৭ মে) সব বিশ্ববিদ্যালয়কে চিঠি পাঠিয়েছে ইউজিসি।

universel cardiac hospital

ইউজিসির চিঠিতে বলা হয়, কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম চালু রাখার স্বার্থে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের অনুমোদনক্রমে সরাসরি ও অনলাইন পদ্ধতিতে পরীক্ষা গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো।

ইউজিসির চিঠিতে পরীক্ষার বিষয়ে গত ২২ ডিসেম্বরের নির্দেশনা অনুসরণের করতে বলা হয়েছে।

গত বছরের মার্চে দেশে করোনা শনাক্ত হওয়ার পরপর বন্ধ হয়ে যায় সবধরনের শিক্ষা প্রতিষ্ঠান। কওমি মাদ্রাসা ছাড়া সব শিক্ষা প্রতিষ্ঠান আর খুলেনি।

সবশেষ গত বুধবার শিক্ষামন্ত্রী দীপু মনি সংবাদ সম্মেলনে এসে জানান, মহামারি পরিস্থিতি খুব বেশি প্রতিকূল না হলে আগামী ১৩ জুন স্কুল-কলেজ খুলে দেয়া হবে।

তবে আবাসিক শিক্ষার্থীদের টিকা দেয়ার পরিকল্পনা থাকায় বিশ্ববিদ্যালয় খোলার কোনো সিদ্ধান্তে আসেনি শিক্ষা মন্ত্রণালয়।

শেয়ার করুন