রাজধানীর কলাবাগানে বাসা থেকে চিকিৎসকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

ডা. কাজী সাবিরা রহমান লিপি
ডা. কাজী সাবিরা রহমান লিপি

রাজধানী ঢাকার কলাবাগান এলাকা থেকে কাজী সাবিরা রহমান লিপি নামে এক চিকিৎসকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কলাবাগানের ৫০/১ ফার্স্ট লেনের বাড়ির নিজ ঘর থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার করে কলাবাগান থানা পুলিশ। ডা. লিপি রাজধানীর পান্থপথের গ্রিন লাইফ হাসপাতালের রেডিওলোজি বিভাগের চিকিৎসক ছিলেন।

চিকিৎসকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন থানার ডিউটি অফিসার এসআই অমিত আহমেদ।

পুলিশ কর্মকর্তা বলেন, নারী চিকিৎসাকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

তিনি আরও জানান, সুরতহাল করতে গিয়ে পুলিশ সদস্যরা চিকিৎসক সাবিরা রহমানের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত পেয়েছেন। তার মুখমণ্ডলও ঝলসানো।

পুলিশের ধারণা, হত্যাকাণ্ডের পর মরদেহ পুড়িয়ে দেয়ার চেষ্টা করা হয়েছিল।

এদিকে মরদেহ উদ্ধারের ঘটনায় ওই বাড়িতে পৌঁছেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তারা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে ডিবি হেফাজতে নেয়া হয়েছে। তারা হলেন- ডাক্তার লিপির বাসার সাবলেটের বাসিন্দা কানিজ সুবর্ণা, তার এক বন্ধু ও বাসার দারোয়ান রমজান।

শেয়ার করুন