কঙ্গোয় বন্দুকধারীদের হামলায় ৫৫ গ্রামবাসী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

কঙ্গো

পূর্ব কঙ্গোতে বন্দুকধারীদের হামলায় ৫৫ জন নিহত হয়েছেন। সোমবার রাতে সন্ত্রাসীরা মোটরসাইকেলযোগে দুটি গ্রামে এই হামলা চালায়।

উগান্ডা সীমান্তবর্তী গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। একটি সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর রয়টার্স।

universel cardiac hospital

খবরে বলা হয়েছে, ইতুরি প্রদেশের দুটি গ্রাম বোগা ও তিচাবিতে হামলা চালায় বন্দুকধারীরা। ওই অঞ্চলে ১২টির মতো সশস্ত্র গোষ্ঠী সক্রিয় আছে। এর মধ্যে একটি অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) সংশ্লিষ্টরা এ হামলা চালিয়ে থাকতে পারে। তবে স্থানীয় একটি গোষ্ঠীর নেতার স্ত্রী নিহত হওয়ায় হামলার পেছনে জাতিগত শত্রুতাকেই বড় কারণ হিসেবে মনে করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে এসে বন্দুকধারীরা একটি আশ্রয়কেন্দ্রে হামলা চালায়। আগের সহিংসতার ভুক্তভোগীরা সেখানে আশ্রয় নিয়েছিল।

এ ঘটনার পর ইতুরি ও পার্শ্ববর্তী উত্তর কিভু প্রদেশে ইতিমধ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

জাতিসংঘের এক বিবৃতিতে বলা হয়েছে, ওই হামলার সময় ঘরবাড়ি পুড়িয়ে ফেলা হয়েছে। বেসামরিক নাগরিকদের অপহরণ করা হয়েছে।

বোগার নাগরিক অধিকার গোষ্ঠীর প্রধান আলবার্ট বাসগু টেলিফোনে রয়টার্সকে বলেছেন, প্রতিবেশীর বাড়িতে কান্নার আওয়াজ পেয়ে তিনি আক্রমণের ব্যাপারে সতর্ক হয়ে যান।

শেয়ার করুন