আইসিসির সর্বশেষ বোর্ডসভায় ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বর্তমানে ওয়ানডে বিশ্বকাপে অংশ নেয় ১০টি দল। ২০২৭ বিশ্বকাপ থেকে ১৪টি দল অংশ নেবে। ম্যাচ হবে ৫৪টি।
ওয়ানডের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপেও দলের সংখ্যা বাড়ছে। অতীতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৬টি দল অংশ নিলেও ২০২৪ সাল থেকে ২০টি দল অংশ নেবে। প্রতি আসরে ৫৫টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।
আগামী ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২৩ সালে। এই বিশ্বকাপে খেলবে ১০টি দল। ১০ দল নিয়ে এটাই হবে শেষ ওয়ানডে বিশ্বকাপ। ২০২১ ও ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে আগের মতো ১৬টি দল অংশ নেবে।