১ হাজার ৩৮৬ কোটি কালো টাকা সাদা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ব্যাংক-টাকা
ফাইল ছবি

কালো টাকা সাদা করার সুযোগ রেখেছে সরকার। ফলে ২০২১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে ৯ হাজার ৬২৩ জন করদাতা কালো টাকা সাদা করেছেন। এই সময়ে তারা ১ হাজার ৩৮৬ কোটির বেশি কালো টাকা সাদা করেছেন।

আজ বৃহস্পতিবার (৩ জুন) ২০২১-২২ অর্থবছরের বাজেট উত্থাপনকালে এসব তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, অপ্রদর্শিত আয় রিটার্নে প্রদর্শনের সুযোগের আওতায় ২০২১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ৯ হাজার ৬২৩ জন করদাতা অপ্রদর্শিত সম্পদ রিটার্নি প্রদর্শনপূর্বক ১ হাজার ৩৮৬ কোটি ১০ লাখ ২ হাজার ৭৯৫ টাকা আয়কর প্রদান করেছেন। যার ফলে করোনাকালীন সময়ে দেশের অর্থনীতিতে পুঁজি প্রবাহ বৃদ্ধি পেয়েছে।

অর্থমন্ত্রী আরও বলেন, পুঁজিবাজারকে গতিশীল করার লক্ষ্যে এক বছর লক-ইনসহ কতিপয় শর্তসাপেক্ষে ব্যক্তিশ্রেণির করদাতারা পুঁজিবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের আওতায় ২০২১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ৩১১ জন করদাতা পুঁজিবাজারে অর্থ বিনিয়োগ করে ৪৩ কোটি ৫৪ লাখ ৫২ হাজার ৯৮ টাকা আয়কর পরিশোধ করেছেন। যার ফলে দেশের পুঁজিবাজারে অর্থের প্রবাহ বৃদ্ধি পেয়েছে এবং পুঁজিবাজার শক্তিশালী হয়েছে।

শেয়ার করুন