করোনাভাইরাসের ক্ষয়ক্ষতি মোকাবিলায় সরকারঘোষিত ২৩টি প্রণোদনা প্যাকেজের আওতায় উপকারভোগী ৫ কোটি ৮১ লাখ ১৫ হাজার ২১১ জন। আর উপকারভোগী প্রতিষ্ঠানের সংখ্যা ১ লাখ ৪ হাজার ৯৯৬। বৃহস্পতিবার (৩ জুন) উত্থাপিত বাজেটে এ তথ্য তুলে ধরেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
প্রণোদনা প্যাকেজের আওতায় রয়েছে
রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠানগুলোর ৩৮ লাখ উপকারভোগী, ক্ষতিগ্রস্ত শিল্প ও সার্ভিস সেক্টরের প্রতিষ্ঠানগুলোর জন্য ওয়ার্কিং ক্যাপিটাল সুবিধার জন্য উপকারভোগী প্রতিষ্ঠানের সংখ্যা ৩ হাজার ১৬৬টি, ক্ষুদ্র (কুটির শিল্পসহ) ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলোর ওয়ার্কিং ক্যাপিটাল সুবিধা প্রদানের ফলে উপকারভোগী প্রতিষ্ঠানের সংখ্যা ৯৫ হাজার ৪০৭টি, বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত এক্সপোর্ট ডেভলপমেন্ট ফান্ডের (ইডিএফ) সুবিধা বাড়ানোর ফলে সুবিধাভোগী প্রতিষ্ঠানের সংখ্যা ৬ হাজার ৩৫২টি, প্রি-শিপমেন্ট ক্রেডিট রিফিন্যান্স স্কিমের মাধ্যমে উপকারভোগী প্রতিষ্ঠানের সংখ্যা ৭১টি, চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের বিশেষ সম্মানির মাধ্যমে উপভোগী ৯ হাজার ৫৭৯ জন, স্বাস্থ্যবীমা এবং জীবন বীমার মাধ্যমে উপকারভোগী ১৩২ জনের পরিবার, বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণের ফলে উপকারভোগী ১ কোটি ২৯ লাখ মানুষ, ১০ টাকা দরে চাল বিক্রয়ে উপকারভোগী ৭০ লাখ মানুষ, লক্ষ্যভিত্তিক জনগোষ্ঠীর মাঝে নগদ অর্থ বিতরণে উপকারভোগী ৩৯ লাখ ৮৫ হাজার মানুষ, ভাতা কর্মসূচির আওতা বৃদ্ধিতে উপকারভোগী ৮ লাখ ৫০ হাজার মানুষ, গৃহহীন মানুষদের গৃহ নির্মাণে উপকারভোগী ৬৬ হাজার মানুষ, কৃষিকাজ যান্ত্রিকীকরণে উপকারভোগী ৪ লাখ ৫০ হাজার মানুষ, কৃষি ভর্তুকিতে উপকারভোগী ১ কোটি ৬৫ লাখ মানুষ, কৃষি পুনঃঅর্থায়ন স্কিমে উপকারভোগী ১ লাখ ৭৬ হাজার মানুষ।
নিম্নআয়ের পেশাজীবী কৃষক-ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পুনঃঅর্থায়ন স্কিমে উপকারভোগী ২ লাখ ৬৩ হাজার মানুষ, বাণিজ্যিক ব্যাংকগুলোর ২০২০ সালের এপ্রিল-মে মাসে স্থগিতকৃত ঋণের আংশিক সুদ মওকুফ বাবদ সরকারের ভর্তুকিতে উপকারভোগী ৭২ লাখ ৮০ হাজার, তৈরি পোশাক ও চামড়া খাতের শ্রমিকদের সহায়তায় উপকারভোগী ৬ হাজার মানুষ, বয়স্ক ভাতা ও বিধবা ১৫০টি উপজেলায় সম্প্রসারণে উপকারভোগী ১২ লাখ ২৫ হাজার মানুষ, দ্বিতীয় পর্যায়ে লক্ষ্যভিত্তিক জনগোষ্ঠীর মাঝে নগদ অর্থ বিতরণে উপকারভোগী ৩৬ লাখ ৪ হাজার ৫শ’ মানুষ। এছাড়াও এসএমই খাতের জন্য ক্রেডিট গ্যারান্টি স্কিম, ৮ প্রতিষ্ঠানের মাধ্যমে ক্ষুদ্র ঋণ ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও কর্মসৃজন কার্যক্রমের বাস্তবায়নের কাজ সম্প্রতি শুরু হয়েছে।