করোনা: ভারতে মৃত্যু ও শনাক্ত কিছুটা কমেছে

আন্তর্জাতিক ডেস্ক

ভারতে করোনা শনাক্ত
ছবি : সংগৃহীত

প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত ভারতে সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২ হাজার ৭১৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩২ হাজার ৩৬৪ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৭ হাজার ৭১ জন।

শুক্রবার (৪ জুন) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য অধিদফতর তাদের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানিয়েছে।

universel cardiac hospital

এর আগে গতকাল বৃহস্পতিবার (৩ জুন) ২৪ ঘণ্টায় ১ লাখ ৩৪ হাজার জনের করোনা শনাক্তের তথ্য জানিয়েছিল দেশটির স্বাস্থ্য অধিদফতর। একই সময়ে মারা যান ২ হাজার ৮৮৭ জন। সেই হিসেবে একদিনের ব্যবধানে মৃত্যু ও শনাক্ত কিছুটা কমেছে।

স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী—ভারতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ৮৫ লাখ ৭৪ হাজার ৩৫০ জন। তাদের মধ্যে মারা গেছেন ৩ লাখ ৪০ হাজার ৭০২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৬৫ লাখ ৯৭ হাজার ৯৫৫ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৬৪৩ জনের মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। এ রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ২২৯ জন। মৃত্যুর দিক থেকে মহারাষ্ট্রের পরই আছে কর্নাটক। এ রাজ্যে ৫১৪ জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৩২৪ জন।

তবে একদিনে শনাক্তের হিসাবে এগিয়ে তামিলনাড়ু। ২৪ ঘণ্টায় এ রাজ্যে নতুন রোগী শনাক্ত হয়েছেন ২৪ হাজার ৪০৫ জন। আর মারা গেছেন ৪৬০ জন। এছাড়া কেরালায় মারা গেছেন ১৫৩ জন এবং শনাক্ত হয়েছেন ১৮ হাজার ৮৫৩ জন। আর দিল্লিতে মৃত্যু হয়েছে ৪৫ জনের এবং শনাক্ত হয়েছেন ৪৮৭ জন।

গত ২৪ ঘণ্টায় ভারতে নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ লাখ ৭৫ হাজার ৪২৮টি। এনিয়ে দেশটিতে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৫ কোটি ৭৪ লাখ ৩৩ হাজার ৮৪৬টি।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভারতে গত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন ২৮ লাখ ৭৫ হাজার ২৮৬ জন। এ পর্যন্ত মোট টিকা নিয়েছেন ২২ কোটি ৪১ লাখ ৯ হাজার ৪৪৮ জন।

শেয়ার করুন