বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডারকে হারিয়ে শীর্ষে ব্রাজিল

ক্রীড়া প্রতিবেদক

ব্রাজিলের জয়।
ফাইল ছবি

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের খেলায় ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ব্রাজিল। নেইমার ও রিচার্লিসনের গোলে পাঁচ ম্যাচে পঞ্চম জয়ে শীর্ষস্থান মজবুত করলো তিতের দল।

পোর্তো আলেগ্রের স্তাদিও বেইরা-রিওতে শনিবার ২-০ গোলে জিতেছে নেইমাররা।

নিজেদের মাঠে জয় পেতে ম্যাচের শুরু থেকেই ঘাম ঝরাতে হয় ব্রাজিলকে। দুই দলের পাল্টাপাল্টি আক্রমণে প্রথমার্ধের খেলা শেষ হয় গোল ছাড়াই। দ্বিতীয়ার্ধের ২০ মিনিটও পার হয়ে গোলশূন্য। খেলার ৬৫ মিনিটের মাথায় এসে প্রথম গোলের দেখা পায় ব্রাজিল। রিচার্লিসনের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

দ্বিতীয় গোলটি আসে অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে। গোলটি করেন নেইমার। শেষ পর্যন্ত ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে তিতে বাহিনী।

এই জয়ের ফলে বাছাইয়ের পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতে উড়ছে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নরা। ১৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে ব্রাজিল।

শেয়ার করুন