সোমবার ঘোষণা হবে হেফাজতের নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক

হেফাজতে ইসলাম
হেফাজতে ইসলাম। ফাইল ছবি

হেফাজতে ইসলামের কমিটি বিলুপ্ত ঘোষণার প্রায় দেড় মাস পর নতুন কমিটি ঘোষণা করতে যাচ্ছে সংগঠনটি। জুনায়েদ বাবুনগরী ও নুরুল ইসলাম জিহাদীর নেতৃত্বে এ কমিটিতে বিতর্কিত নেতাদের বাদ দেয়া হতে পারে। নেতৃত্বে আসতে পারেন সরকারের ‘সুনজরে’ থাকা নেতারা।

আগামীকাল সোমবার (৭ জুন) রাজধানীর খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসায় আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হবে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংগঠনের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মীর ইদ্রিস।

universel cardiac hospital

তিনি বলেন, আগামীকাল রাজধানীর খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসায় হেফাজতের নতুন কমিটি ঘোষণা করা হবে। ৪০ সদস্যের মধ্যেই এই কমিটি করা হচ্ছে।

কমিটিতে কারা স্থান পাচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, সেটা আগামীকাল জানতে পারবেন। এখন বলাটা উচিৎ হবে না।

তবে হেফাজত সূত্রে জানা গেছে, নতুন কমিটি হতে ৩৮ সদস্যবিশিষ্ট। কমিটিতে জুনায়েদ বাবুনগরীকে আমির ও নুরুল ইসলাম জিহাদীকে মহাসচিব হিসেবে রাখা হচ্ছে।

এতে মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা সালাউদ্দিন নানুপুরী, অধ্যক্ষ মিজানুর রহমান, মাওলানা মুহিব্বুল হক (সিলেট), মাওলানা উবায়দুর রহমান মাহবুব (বরিশাল) ও শাহ আহমদ শফীর বড় ছেলে মো. ইউসুফসহ কয়েকজনকে নায়েবে আমির হিসেবে রাখা হয়েছে।

তবে শাহ আহমদ শফীর ছোট ছেলে আনাস মাদানীসহ তার অনুসারীরা এবং সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মামুনুল হক, নাছির উদ্দিন মুনির, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, কেন্দ্রীয় নেতা জাকারিয়া নোমান ফয়জী, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, হাসান জামিল, মুফতি হারুন ইজহারসহ বিতর্কে জড়িয়ে পড়া হেফাজতের নেতারা কমিটি থেকে বাদ পড়ছেন বলে জানা গেছে।

শেয়ার করুন