আড়াই ঘণ্টার আগুনে পুড়ল মহাখালীর সাততলা বস্তি

নিজস্ব প্রতিবেদক

আগুন
প্রতীকী ছবি

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন প্রায় আড়াই ঘণ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সোমবার ভোর চারটার দিকে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে ছয়টা ৩৫ মিনিটে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং আগুন লাগার কারণ সম্পর্কেও এখনো কিছু জানা যায়নি।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার কামরুল ইসলাম জানান, ভোর চারটার দিকে আগুনের খবর প্রথমে তাদের আটটি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর আগুনের ভয়াবহতা বাড়ায় একে একে ১৮টি ইউনিট সেখানে পাঠানো হয়।

universel cardiac hospital

ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন, ‘১৮টি ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টায় ৬টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।’

এদিকে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন।

মহাখালীর সাততলা বস্তিতে এর আগেও কয়েক দফা আগুনের ঘটনা ঘটেছে। সবশেষ ২০২০ সালের ২৪ নভেম্বর মহাখালীর এই বস্তিতে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রতিবারই বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এবারের আগুনের সূত্রপাতও বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই হতে পারে বলে ধারণা স্থানীয়দের।

শেয়ার করুন