ভারতে করোনায় ৩ লাখ ৪৯ হাজার ১৮৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ভারতে করোনায় মৃত্যু
ফাইল ছবি

ভারতে একদিনে করোনা সংক্রমণ নেমে এলো ১ লাখের কাছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৩৬ জন। এর আগে ৫ এপ্রিল আক্রান্তের সংখ্যা প্রথমবার ১ লাখ পেরিয়েছিল। তার পর তা বাড়তে বাড়েতে ৪ লাখ ছাড়িয়েছিল।

এনডিটিভির খবরে বলা হয়, করোনায় বিপর্যস্ত ভারতে আক্রান্তের সংখ্যা যতটা কমেছে, মৃত্যু ততটা কমেনি। যদিও ২৩ এপ্রিলের পর সোমবারই প্রথমবারের মতো আড়াই হাজারের নিচে নেমেছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সেখানে মৃত্যু হয়েছে ২ হাজার ৪২৭ জনের।

universel cardiac hospital

এ নিয়ে ভারতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ৪৯ হাজার ১৮৬ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৯ লাখ ছাড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় সেখানে করোনার পরীক্ষাও হয়েছে তুলনামূলক কম। কয়েক সপ্তাহ পর এত কম পরীক্ষা হয়েছে। সংক্রমণ কম হওয়ায় সক্রিয় রোগীর সংখ্যাও কমছে। গত কয়েক সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে কমতে কমতে তা ১৪ লাখে নেমেছে।

শেয়ার করুন