অবৈধভাবে যুক্তরাষ্ট্রে আসবেন না : কমলা হ্যারিস

আন্তর্জাতিক ডেস্ক

কমলা হ্যারিস
কমলা হ্যারিস। ফাইল ছবি

গুয়েতেমালা সফররত মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস দেশটির নাগরিকদের অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ না করার আহ্বান জানিয়েছেন।

ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বিদেশ সফরে গুয়েতেমালায় গিয়ে সোমবার তিনি ওই আহ্বান চানান। খবর বিবিসির।

universel cardiac hospital

তিনি বলেন, অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা বিপজ্জনক এবং এর মাধ্যমে মূলত পাচারকারীরাই লাভবান হয়ে থাকে। একই সঙ্গে তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, অবৈধ পথে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টাকারীদের সীমান্ত থেকেই ফিরিয়ে দেওয়া হবে।

পরে গুয়েতেমালার প্রেসিডেন্ট আলেজান্দ্রো গিয়াম্মাত্তেইয়ের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে কমলা হ্যারিস বলেন, অবৈধ পথে কেউ যুক্তরাষ্ট্র আসবেন না।

তিনি আরও বলেন, অবৈধ পথে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য জড়ো হলে, সীমান্ত থেকেই তাদের ফিরিয়ে দেওয়া হবে।

কমলা হ্যারিস বলেন, অবৈধ অভিবাসন ইস্যু দীর্ঘদিন ধরে চলমান একটি সমস্যা। এ সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্র ও গুয়েতেমালা একসঙ্গে কাজ করব।

শেয়ার করুন