করোনাভাইরাসে ভারতে দৈনিক সংক্রমণ ও মৃত্যু কমছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ হাজার ১২৩ জনের। এ নিয়ে দেশটিতে মোট ৩ লাখ ৫১ হাজার ৩০৯ জন মারা গেছে।
এই সময়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ৪৯৮ জন। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯০ লাখ ছাড়িয়েছে।
মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে আনন্দাবাজার।
গত ৩ এপ্রিল ভারতে আক্রান্তের সংখ্যা শেষবার ৯০ হাজারের কম ছিল। তার পর বাড়তে বাড়তে তা ৪ লাখেও পৌঁছেছিল।
আর গত ২৪ ঘণ্টায় দেশটিতে দৈনিক আক্রান্তের সংখ্যা নামল এক লাখের নীচে। দু’মাসের পর আক্রান্তের সংখ্যা এতটা কম হলো।
সংক্রমণের সঙ্গে দৈনিক মৃত্যুও আগের থেকে কিছুটা কমেছে। যদিও তা এখনও ২ হাজারের বেশিই রয়েছে।
গত কয়েক সপ্তাহে দেশটিতে করোনার দ্বিতীয় ঢেউ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।