হামাসের হুমকির মুখে প্যারেড বাতিল করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েল-হামাস যুদ্ধ বিরতির চুক্তি
ফাইল ছবি

গাজার শাসক দল হামাসের হুমকির মুখে পবিত্র জেরুজালেম আল-কুদস শহরে বিতর্কিত প্যারেড অনুষ্ঠান বাতিল করেছে দখলদার ইসরায়েল। আগামী বৃহস্পতিবার পাতাকা মিছিল বের করার পরিকল্পনা করেছিল ইসরায়েলের উগ্রপন্থি গোষ্ঠী। কিন্তু সোমবার ইসরায়েলি পুলিশ তা বাতিল করেছে।

পতাকা মিছিলের আয়োজক একটি গ্রুপের এক মুখপাত্র বলেছেন, আমাদেরকে পুলিশ এ ধরনের মিছিল করার অনুমতি দেয়নি।

universel cardiac hospital

ইসরায়েলি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে এই ধরনের মিছিল বের করার সুযোগ নেই।

এর আগে হামাসের অন্যতম শীর্ষ নেতা খলিল হাইয়্যা ইসরাইলকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, পবিত্র আল-কুদস শহরে এ ধরনের পাতাকা মিছিল বা প্যারেড নতুন সংঘাত শুরুর কারণ হতে পারে।

বার্তা সংস্থা এএফপি’র বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ ইসরাইলি পুলিশের প্রতি পতাকা মিছিল করার অনুমতি না দেয়ার আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন