খসরুর আসনে স্ত্রীসহ আ.লীগের মনোনয়নপত্র নিলেন ৩৩ জন

কুমিল্লা প্রতিনিধি

খসরুর আসনে আ.লীগের মনোনয়নপত্র
সংগৃহীত ছবি

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র নিয়েছেন প্রয়াত সংসদ সদস্য আব্দুল মতিন খসরুর সহধর্মিণী ও ছোট ভাইসহ ৩৩ জন।

গত পাঁচ দিনে এ মনোনয়ন পত্র সংগ্রহ করেন তারা। আগামী ১০ জুন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। বাকি সময়ের মধ্যে মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা আরও বাড়তে পারে।

universel cardiac hospital

অতীতে রাজনীতির মাঠে এদের অনেকেরই দেখা না মিললেও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর মৃত্যুর পর বিভিন্নভাবে প্রচার-প্রচারণা চালিয়ে আলোচনায় আসতে চেষ্টা করেছেন অন্তত তিন ডজন মনোনয়ন প্রত্যাশী।

তবে আওয়ামী লীগের শীর্ষ নেতারা বলছেন, কুমিল্লা-৫ আসনে প্রায় তিন ডজন প্রার্থীর নাম শোনা গেলেও দলের মতিন খসরুর মতো জনপ্রিয় দক্ষ প্রার্থী খুঁজছে আওয়ামী লীগ। এদিকে খসরুর যোগ্য উত্তরসূরি হিসেবে দল থেকে কাকে মনোনয়ন দেয়া হবে এ নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও চলছে আলোচনা।

মনোনয়নপত্র নেয়া বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আখলাক হায়দার বলেন, ‘বুড়িচং-ব্রাহ্মণপাড়ার সব উন্নয় কর্মকাণ্ডে প্রয়াত নেতা আবদুল মতিন খসরুর সঙ্গে ছিলাম। তার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে দলীয় মনোনয়ন নিয়েছি। আশা করি নেত্রী আমাকে হতাশ করবেন না। যদি নাও পাই নেত্রী যাকে মনোনয়ন দেবেন তার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।’

মনোনয়নপত্র সংগ্রহকারী ব্যক্তিদের মধ্যে রয়েছেন, বঙ্গবন্ধু স্যাটেলাইটের পরিচালক এস এম জাহাঙ্গীর আলম, মতিন খসরুর স্ত্রী সেলিম সোবহান খসরু, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মতিন খসরুর ছোট ভাই আবদুল মমিন ফেরদৌস, আওয়ামী লীগের সদস্য সোহরাব খান চৌধুরী, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য আনিসুর রহমান মিঠু, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য মো. শাহজালাল, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. আল আমীন, স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মাহতাব হোসেন, যুবলীগের সহ-সম্পাদক এহতেশামুল হাসান ভূঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য মো. আবদুছ ছালাম বেগ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য হেলেনা জাহাঙ্গীর, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেম খান, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর খান চৌধুরী।

আরও আছেন- বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আল আমীন, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আখলাক হায়দার, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আবু ছালেক (সেলিম রেজা সৌরভ), স্বেচ্ছাসেবক লীগ সদস্য জাহেদুল আলম, পেশাজীবী সমন্বয় পরিষদের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী চৌধুরী মানিক, ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক দিদার মো. নিজামুল ইসলাম, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শাহিদা বেগম, সাবেক ছাত্রলীগ নেতা মো. জাহাঙ্গীর আলম সরকার, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবদুল বারী, বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সদস্য এম এ মতিন এমবিএ, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য এম এ জাহের, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য জিয়াউল হাসান মাহমুদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ নেতা (স্বাচিপ) নওশের আলম, বুড়িচং উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, সাবেক ছাত্রলীগ নেতা মোস্তফা কামাল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সহসাহিত্য সম্পাদক মোহাম্মদ ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আবদুল জলিল, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক দফতর সম্পাদক মোহাম্মদ তরিকত উল্লাহ।

এদিকে মনোনয়নপত্র সংগ্রহের পাশাপাশি আওয়ামী লীগের সিনিয়র নেতাদের বাসা-অফিসে গিয়ে লবিং করেছেন মনোনয়ন প্রত্যাশীরা। করোনার কারণে অনেকে নেতাদের সরাসরি না পেয়ে ভিন্ন পন্থায় যোগাযোগ রাখছেন তারা। অনলাইনভিত্তিক যোগাযোগ মাধ্যম হোয়াটস অ্যাপ, ইমুতেও যোগাযোগ রক্ষা করে চলেছেন তারা। অনলাইনে পাঠিয়ে দিচ্ছেন জীবন বৃত্তান্ত (সিভি)। মনোনয়ন প্রত্যাশীরা দলের জেলার নেতার ও মন্ত্রীদের সঙ্গেও যোগাযোগ বাড়িয়েছেন। তবে মনোনয়ন পেতে আগ্রহীদের দৌড়ঝাঁপ শেষ হতে যাচ্ছে আগামী ১২ জুন।

দলীয় মনোনয়ন চূড়ান্ত প্রসঙ্গে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলমন্ত্রী মো. মুজিবুল হক বলেন, ‘অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর মতো জনপ্রিয় দক্ষ প্রার্থী খুঁজছে আওয়ামী লীগ। তবে দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১২ জুন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। নেত্রী যাকে মনোনয়ন দেবেন তার পক্ষে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।’

উল্লেখ্য, ২ জুন নির্বাচন কমিশন কুমিল্লা-৫ সহ দেশের শূন্য তিন আসনে নির্বাচনের তারিখ ঘোষণা করেন। এতে বলা হয় মনোনয়নপত্র দাখিলের শেষদিন ১৫ জুন, মনোনয়নপত্র বাছাই ১৬ জুন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৩ জুন, প্রতীক বরাদ্দ ২৪ জুন। ভোটগ্রহণ হবে আগামী ১৪ জুলাই।

শেয়ার করুন