উইলিয়ামসন বাদ, নিউজিল্যান্ড দলে নতুন নেতৃত্ব

ক্রীড়া প্রতিবেদক

কেন উইলিয়ামসন
কেন উইলিয়ামসন। ফাইল ছবি

চোটে পড়ে ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টনের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে পড়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। তার বাঁ কনুইয়ের চোটটি আবারও বেড়েছে। একই চোটের কারণে গত মার্চে বাংলাদেশের বিপক্ষে খেলেননি ৩০ বছর বয়সি এ তারকা ক্রিকেটার।

কিউই টিম ম্যানেজমেন্ট থেকে জানানো হয়েছে— উইলিয়ামসনের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন নির্ভরযোগ্য উদ্বোধনী ব্যাটসম্যান টম লাথাম। আর উইলিয়ামসনের জায়গায় ব্যাট করবেন উইল ইয়াং।

নতুন ব্যাটসম্যান না নিয়ে এ ম্যাচ দিয়ে দলে পেস বোলার ট্রেন্ট বোল্টকে ফেরানো হবে বলে জানা যাচ্ছে।

ইংল্যান্ড-নিউজিল্যান্ডের মধ্যকার টেস্ট শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে।

শেয়ার করুন