ভারী বর্ষণ, মুম্বাইয়ে ভবন ধসে নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক

মুম্বাইয়ে ভবন ধসে নিহত
মুম্বাইয়ে ভবন ধসে নিহত। সংগৃহীত ছবি

ভারতের মুম্বাইয়ে ভারী বৃষ্টিপাতের কারণে তিনতলা একটি ভবন ধসে অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো সাতজন। বুধবার রাতে মুম্বাইয়ের মালাড এলাকায় ওইও ভবস ধসের ঘটনা ঘটে। ভবনটি পাশের একটি বস্তির ওপর ভেঙে পড়ে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এখনও ধ্বংসস্তুপের নিচে বহু মানুষ আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। এখনও উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে।

অতিরিক্ত সিপি দিলীপ সাওয়ান্ত নিউজ এজেন্সি এএনআইকে জানিয়েছেন, পুলিশ যথাযথ তদন্ত করবে।

এর আগে দিনের বেলা ভারী বর্ষণে বিনোদন নগরী মুম্বাইয়ের বিভিন্ন অংশ তলিয়ে গিয়েছিল।

নয়া দিল্লি টেলিভিশন চ্যানেল জানিয়েছে, মুম্বাইয়ের মালাড পশ্চিম অঞ্চলের একটি বস্তিতে ভবনটি অন্য একটি কাঠামোর উপর ভেঙে পড়ে।

জুন-সেপ্টেম্বর বর্ষা মৌসুমে ভারতে বিল্ডিং ধসের ঘটনা সাধারণ। কারণ ভারী বৃষ্টিপাত দুর্বল কাঠামোর ভবনের ভিত্তি দুর্বল করে দেয়।

২০১৯ সালে ভারী বর্ষণের পরে উত্তর ভারতীয় শহর সোলানের পার্বত্য অঞ্চলে একটি তিনতলা বিল্ডিং ভেঙে পড়েছিল। ওই ঘটনায় ১৪ জন নিহত হয়। একই বছর মুম্বাইয়ে একটি চারতলা বিল্ডিং ভেঙে ১০ জন নিহত হয়েছিল।

শেয়ার করুন