টঙ্গীতে ফের আগুনে পুড়লো বস্তির ৩০ গুদামঘর

গাজীপুর প্রতিনিধি

আগুন
প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় ঝুটের গুদামে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট তিনঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে এখানকার ৩০টি ঝুট গুদাম ঘর পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৩-এর উপ-সহকারী পরিচালক নিয়াজ আহমেদ জানান, শুক্রবার (১১ জুন) রাত ৩টার ১০ মিনিটে মিলগেট চুরি ফ্যাক্টরির পেছনের বস্তিতে থাকা ঝুটের গুদামে অগুন লাগে।মুহূর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ৩টা ২৫মিনিটে টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে উত্তরা, সদর দফতরসহ ফায়ার সার্ভিসের আরও পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। শনিবার (১২ জুন) ভোর ৫টা ১০মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বস্তিতে থাকা প্রায় ৩০টির মতো ঝুট গুদাম ও গুদামে থাকা বিপুল পরিমাণ ঝুট, মালামাল ও দোকানপাট পুড়ে গেছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি।

universel cardiac hospital

শনিবার সকাল ৮টার দিকেও ঘটনাস্থলে দমকল কর্মীদের ড্যাম্পিংয়ের কাজ করতে দেখা গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে বৃহস্পতিবার রাতেও আগুনে টঙ্গীর মিলগেইট এলাকার অলিম্পিয়া মিলস চত্বরে থাকা চারটি ঝুট গুদাম পুড়ে গেছে।

শেয়ার করুন