এক নজরে কোপা আমেরিকার পূর্ণাঙ্গ সূচি

ক্রীড়া ডেস্ক

কোপা আমেরিকা
কোপা আমেরিকা

শুরু হয়ে গেছে ইউরোর জমজমাট লড়াই। এবার অপেক্ষা লাতিন আমেরিকার জমজমাট টুর্নামেন্ট কোপা আমেরিকা শুরুর। যেখানে বল পায়ে মাঠ মাতাবেন মেসি-নেইমার-সুয়ারেজরা। আগামীকালই (১৩ জুন) দিবাগত রাতে শুরু হয়ে যাবে কোপা আমেরিকার জমজমাট লড়াই।

উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন এবং স্বাগতিক ব্রাজিল। মুখোমুখি হবে তারা ভেনেজুয়েলার। লিওনেল মেসিদের আর্জেন্টিনা মাঠে নামবে একদিন পর তথা ১৪ জুন রাত ৩টায়। ১৩ জুন শুরু হয়ে জমজমাট টুর্নমেন্টটি শেষ হবে ১০ জুলাই।

এক নজরে দেখে নিন কোপা আমেরিকার পূর্ণাঙ্গ সূচি। উল্লেখ্য, এখানে সূচির সময় উল্লেখ করা হয়েছে তা বাংলাদেশ সময়ানুযায়ী। রাতেরগুলো দিবাগত রাত ৩টায়। ভোর ৬টার ম্যাচ মানে পরদিন ভোর ৬টায় শুরু…।

গ্রুপ ‘এ’ : আর্জেন্টিনা, বলিভিয়া, উরুগুয়ে, চিলি, প্যারাগুয়ে

গ্রুপ ‘বি’ : ব্রাজিল, কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, পেরু

গ্রুপ পর্ব 

গ্রুপতারিখসময়ম্যাচভেন্যু
বি১৩ জুনরাত ৩টাব্রাজিল-ভেনেজুয়েলাব্রাসিলিয়া
বি১৩ জুনভোর ৬টাকলম্বিয়া-ইকুয়েডরকুইয়াবা
১৪ জুনরাত ৩টাআর্জেন্টিনা-চিলিরিও ডি জেনিরো
১৪ জুনভোর ৬টাপ্যারাগুয়ে-বলিভিয়াগোইয়ানিয়া
বি১৭ জুনরাত ৩টাকলম্বিয়া-ভেনেজুয়েলাগোইয়ানিয়া
বি১৭ জুনভোর ৬টাব্রাজিল-পেরুরিও ডি জেনিরো
১৮ জুনরাত ৩টাচিলি-বলিভিয়াকুইয়াবা
১৮ জুনভোর ৬টাআর্জেন্টিনা-উরুগুয়েব্রাসিলিয়া
বি২০ জুনরাত ৩টাভেনেজুয়েলা-ইকুয়েডররিও ডি জেনিরো
বি২০ জুনভোর ৬টাকলম্বিয়া-পেরুগোইয়ানিয়া
২১ জুনরাত ৩টাউরুগুয়ে-চিলিকুইয়াবা
২১ জুনভোর ৬টাআর্জেন্টিনা-প্যারাগুয়েব্রাসিলিয়া
বি২৩ জুনরাত ৩টাইকুয়েডর-পেরুগোইয়ানিয়া
বি২৩ জুনভোর ৬টাব্রাজিল-কলম্বিয়ারিও ডি জেনিরো
২৪ জুনরাত ৩টাবলিভিয়া-উরুগুয়েকুইয়াবা
২৪ জুনভোর ৬টাচিলি-প্যারাগুয়েব্রাসিলিয়া
বি২৭ জুনরাত ৩টাব্রাজিল-ইকুয়েডরগোইয়ানিয়া
বি২৭ জুনরাত ৩টাভেনেজুয়েলা-পেরুব্রাসিলিয়া
২৮ জুনভোর ৬টাউরুগুয়ে-প্যারাগুয়েরিও ডি জেনিরো
২৮ জুনভোর ৬টাবলিভিয়া-আর্জেন্টিনাকুইয়াবা

কোয়ার্টার ফাইনাল

ম্যাচ নংতারিখসময়ম্যাচভেন্যু
২১২ জুলাই বি-২ : এ-৩গোইয়ানিয়া
২২২ জুলাই বি-১ : এ-৪রিও ডি জেনিরো
২৩৩ জুলাই এ-২ : বি-৩গোইয়ানিয়া
২৪৩ জুলাই এ-১ : বি-৪ব্রাসিলিয়া

সেমি ফাইনাল

ম্যাচ নংতারিখসময়ম্যাচভেন্যু
২৫৫ জুলাই ২২ জয়ী-২১ জয়ীরিও ডি জেনিরো
২৬৬ জুলাই ২৪ জয়ী-২৩ জয়ীব্রাসিলিয়া

 ফাইনাল

তারিখসময়ম্যাচভেন্যু
১০ জুলাই দুই সেমি জয়ীরিও ডি জেনিরো

শেয়ার করুন