সাতক্ষীরায় দ্বিতীয় মেয়াদে এক সপ্তাহের লকডাউন শুরু

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় দ্বিতীয় দফায় সাতদিনের লকডাউন শুরু হয়েছে আজ। শনিবার সকাল থেকে পুলিশ ব্যারিকেড বসিয়ে বিনা প্রয়োজনে মানুষ ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করছে। তবে লকডাউনে খানিকটা ঢিলেঢালা ভাব দেখা গেছে।

এদিকে সাতক্ষীরায় পর্যাপ্ত শয্যা, ডাক্তার ও জনবল সংকটে কোভিড রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ।

universel cardiac hospital

বর্তমানে এ জেলায় ৭১৫ জন কোভিড পজিটিভ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১৩৫ জন ও সদর হাসপাতালে ৩৫ জন চিকিৎসাধীন রয়েছেন।

অন্য রোগীরা রয়েছেন প্রাতিষ্ঠানিক ও পারিবারিক কোয়ারেন্টিনে।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত জানান, মেডিকেল কলেজ হাসপাতালে আটটি আইসোলেশন ও ১৩৫টি বেড ছাড়াও আট বেডের আইসিইউ রয়েছে। এছাড়া সদর হাসপাতালের করোনা ইউনিটে বেড রয়েছে মাত্র ৩৫টি। আরও বেড ও জনবল না থাকায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন ডাক্তাররা।

তিনি আরও জানান, আজ মেডিকেল কলেজ হাসপাতালে আরও ১৫টি বেড স্থাপনের কাজ চলছে।

শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৬৮ জনের করোনা পজিটিভ এসেছে। সংক্রমণের হার ৩৬ শতাংশে নেমে আসায় কিছুটা স্বস্তি ফিরেছে।

শেয়ার করুন