বান্দরবানে ডায়রিয়ায় ৬ জনের মৃত্যু

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের আলীকদমে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। শুক্রবার (১১ জুন) থেকে সোমবার (১৪ জুন) সকাল পর্যন্ত চারদিনে উপজেলার ৪ নং ইউনিয়নে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে।

ডায়রিয়ায় আক্রান্ত হয়ে যারা মারা গেছেন-মাংরুম পাড়ার মাংদম ম্রো, ঙানলি ম্রো, রেংচেং ম্রো, ইয়ুংচা পাড়ার রামদন ম্রো, কাইসার ম্রো ও তুমলত ম্রো।

universel cardiac hospital

জানা গেছে, আলীকদম উপজেলার দুর্গম ৪ নং ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে ডাইরিয়ায় আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত এই ইউনিয়নে ৫৫ জন বাসিন্দা এ রোগে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।

বান্দরবান জেলার সিভিল সার্জন ডা. অংসুইপ্রু বলেন, আলীকদমের সীমান্ত এলাকায় কয়েকটি পাড়ার লোকজন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। চারদিনে ছয়জনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে সেখানে দুটি মেডিকেল টিম পৌঁছেছে। আরও দুটি টিম প্রয়োজনীয় ওষুধপত্র নিয়ে রওনা হয়েছে। সেনাবাহিনী, বিজিবি ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আরও মেডিকেল টিম পাঠানো হচ্ছে।

শেয়ার করুন