ভারতে একদিনে মৃত্যু প্রায় ৪ হাজার, কমেছে সংক্রমণ

আন্তর্জাতিক ডেস্ক

ভারতে করোনায় মৃত্যু
ফাইল ছবি

ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা আরও কমলেও আবার বেড়েছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশটিতে দৈনিক সংক্রমণ ছিল ৭০ হাজারের কম। তবে মারা গেছেন প্রায় ৪ হাজার মানুষ।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭০ হাজার ৪২১ জন। এ বছর ১ এপ্রিলের পর এটিই সবচেয়ে কম দৈনিক আক্রান্তের সংখ্যা। নতুন সংক্রমণ যোগ হওয়ায় দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৫ লাখ ছাড়িয়ে গেছে। ভারতে সংক্রমণের হার গত এক সপ্তাহ ধরেই ৫ শতাংশের নিচে রয়েছে। পাশাপাশি কমছে সক্রিয় রোগীর সংখ্যাও।

universel cardiac hospital

তবে সংক্রমণ কমলেও কমছে না দৈনিক মৃতের সংখ্যা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ৯২১ জনের। এর ফলে দেশটিতে মোট মৃতের সংখ্যা এখন ৩ লাখ ৭৪ হাজার ৩০৫ জন।

শেয়ার করুন