নানা সমালোচনা ও বিতর্কের পর অবশেষে পরীমনিকে যৌন হেনস্তা ও হত্যাচেষ্টার ঘটনায় নিন্দা জানাল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। সোমবার রাত দেড়টার দিকে সমিতির সাধারণ সম্পাদক ও অভিনেতা জায়েদ খান স্বাক্ষরিত এ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিন্দা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সাভারের বিরুলিয়া এলাকায় বোট ক্লাবে চিত্রনায়িকা পরীমণির সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি তীব্র নিন্দা জ্ঞাপন করছে। এ বিষয়ে ইতোমধ্যে মামলা দায়ের হয়েছে এবং কিছু আসামি গ্রেপ্তার হয়েছে। এই মামলায় দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে চলচ্চিত্র শিল্পী সমিতি পরীমনিকে সার্বিক সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করে।
এর আগে গত ১৩ জুন নিজ বাসায় সংবাদ সম্মেলনে পরীমনি অভিযোগ করেন, মারধর ও যৌন হেনস্তার শিকার পর হওয়ার তিনি ঘটনাটি শিল্পী সমিতির নেতা জায়েদ খানকে জানান। কিন্তু তিনি কোনো পদক্ষেপ নেননি। তাকে কোনো সহায়তা দেয়নি শিল্পী সমিতি।
এ ব্যাপারে সোমবার রাতে জায়েদ খান গণমাধ্যমকে জানান, ‘পরীমনিকে আমরা রবিবার পর্যন্ত অপেক্ষা করতে বলেছিলাম। স্থানীয় থানায় নিয়ে যেতেও চেয়েছিলাম। কিন্তু ও ধৈর্য্য ধরেনি, থানায় যেতেও রাজি হয়নি। উল্টো আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছে। ওকে আমরা সমিতিতে লিখিত অভিযোগ দিতে বলেছিলাম। ও সেটাও দেয়নি। তাহলে শিল্পী সমিতি কীভাবে ওকে সহায়তা করবে?’