নন্দীগ্রামের ফলাফলের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মমতা

আন্তর্জাতিক ডেস্ক

নিজাম প্যালেসের সিবিআই দফতরে যান মমতা বন্দ্যোপাধ্যায়।
ফাইল ছবি

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে নন্দীগ্রামের ফলাফলের বিরুদ্ধে পিটিশন দায়ের করেছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো ও পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রাতে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

খবরে বলা হয়, নন্দীগ্রামের ফলাফলের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর জয়কে চ্যালেঞ্জ করে ইলেকশন পিটিশন দায়ের করেছেন তিনি।

কলকাতা হাইকোর্টের ওয়েবসাইট অনুযায়ী, শুক্রবার বেলা ১১টায় বিচারপতি কৌশিক চন্দের এজলাসে মামলার শুনানি হবে।

শেয়ার করুন