ইরানের নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি

ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রক্ষণশীল নেতা হিসেবে পরিচিত ইব্রাহিম রাইসি। শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে তার নাম ঘোষণা করে। খবর আল জাজিরার।

ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জানিয়েছে, রাইসি ৬১ দশমিক ৯৫ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট দুই কোটি ৮৯ লাখ ৩৩ হাজার চারটি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহসিন রেজাই পেয়েছেন ৩৪ লাখ, ১২ হাজার ৭১২ ভোট। এ ছাড়া তৃতীয় অবস্থানে থাকা আবদুল নাসের হেমাতি ২৪ লাখ ২৭ হাজার ২০১ ভোট এবং চতুর্থ স্থানে থাকা আমির হাসেমি পেয়েছেন নয় লাখ ৯৯ হাজার ৭১৮ ভোট।

universel cardiac hospital

ইতিমধ্যে উত্তরসূরিকে স্বাগত জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানি৷ টানা দুই মেয়াদে ক্ষমতায় থাকায় তিনি নির্বাচনে অংশ নিতে পারেননি৷

৬০ বছর বয়সী ইব্রাহিম রাইসি তার কর্মজীবনের বেশিরভাগ সময়ই প্রসিকিউটর হিসেবে কাজ করেছেন। গত প্রেসিডেন্ট নির্বাচনে হাসান রুহানির কাছে পরাজিত হওয়ার দুই বছর পর ২০১৯ সালে তাকে দেশটির বিচার বিভাগের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়। নির্বাচনে প্রার্থী হওয়ার আগ পর্যন্ত ইব্রাহিম রাইসি ইরানের বিচার বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

এ বছর নির্বাচনী প্রচারণায় তিনি নিজেকে ইরানে দুর্নীতি মোকাবিলা ও অর্থনৈতিক সমস্যা সমাধানে সবচেয়ে যোগ্য ব্যক্তি বলে দাবি করেন।

শুক্রবারের নির্বাচনে ইব্রাহিম রাইসি তার দুই প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেন৷ প্রার্থী মোহসেন রেজাই ও আমিরহোসেন ঘাজিজাদেহ হাশেমি পরাজয় মেনে নিয়ে রাইসিকে অভিনন্দন জানিয়েছেন৷

নির্বাচনে ভোটার ছিলেন প্রায় ছয় কোটি৷ এর মধ্যে ভোট দিয়েছেন প্রায় ৯০ শতাংশ৷ ৬২ শতাংশ ভোট পেয়েছেন রাইসি৷ তিনি আগস্টে ক্ষমতায় বসতে যাচ্ছেন৷

রাইসিকে জেতানোর জন্য কারসাজি হচ্ছে এমন অভিযোগ এনে বিদেশে বসবাসরত বিরোধী পক্ষ নির্বাচন বয়কটের ডাক দেন৷

শেয়ার করুন