নিজের দেওয়া দুটি শর্ত পূরণ হওয়ায় ইরানে উৎপাদিত করোনাভাইরাসের টিকা নেবেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। আগামী কয়েক দিনের মধ্যে তিনি এই ভ্যাকসিন নেবেন বলে ইরানের একাডেমি অব মেডিকেল সায়েন্সের প্রেসিডেন্ট ডা. আলিরেজা মারান্দির বরাত দিয়ে খামেনির ব্যক্তিগত ওয়েবসাইটে জানানো হয়েছে।
ডা. মারান্দি বলেন, টিকা গ্রহণে আয়াতুল্লাহ আলি খামেনির কোনো আপত্তি না থাকলেও কর্মকর্তাদের কাছে তার দুটি শর্ত ছিল।
এক. দেশের সাধারণ নাগরিকরা যে শিডিউল অনুযায়ী টিকা পাচ্ছেন, তিনিও সেই শিডিউল অনুযায়ী টিকা নেবেন। আগভাগে কোনো ডোজ নেবেন না।
দুই. তিনি বিদেশি টিকা গ্রহণ না করে বরং দেশীয় টিকা নেবেন। এবার কোভ-ইরান বারেকাত টিকার গণউৎপাদন শুরু হওয়ার পর সেই দুই শর্ত মেনে তিনি টিকা নিতে যাচ্ছেন।
এর আগে ইরানের ৮০ বছর বয়সি নাগরিকদের জন্য বিদেশ থেকে আমদানি করা টিকার প্রথম ডোজ দেওয়া হলেও সর্বোচ্চ নেতা সেটি গ্রহণে অস্বীকৃতি জানান।
একাডেমি অব মেডিকেল সায়েন্সের প্রেসিডেন্ট বলেন, তিনি দেশে উৎপাদিত টিকার জন্য অপেক্ষায় ছিলেন। এ কারণে এই বয়সসীমার অনেকেই এরই মধ্যে ভ্যাকসিন নিলেও আয়াতুল্লাহ আলি খামেনি এখনও প্রথম ডোজ নেননি।