গত ২৬, ২৭ ও ২৮ মার্চ টানা তিন দিন ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় কওমি ছাত্র কল্যাণ ঐক্য পরিষদ নেতা মাওলানা বরকতুল্লাহ ইমরান নিজের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার বিকালে তিনি ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম জাহিদ হোসাইনের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
মাওলানা বরকতুল্লাহ ইমরান ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের ভাদুঘর জামিয়া সিরাজিয়া দারুল উলুম মাদ্রাসা কওমি ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এবং ভাদুঘর দক্ষিণপাড়া এলাকার মৃত মাওলানা ইমরান হোসেনের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা বলেন, গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ঘটনায় হেফাজতের তাণ্ডবের ঘটনায় বরকতুল্লাহর সংশ্লিষ্টতা পাওয়া গেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে ভাদুঘর এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে শুক্রবার দুপুরে বরকতুল্লাহকে আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।