করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। গত মাসেও দেশটিতে মৃত্যু-সংক্রমণ দুটোই ছিল ঊর্ধ্বমুখী। তবে ধীরে ধীরে দেশটিতে মৃত্যু-সংক্রমণ কমে আসছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ১ হাজার ১৮৩ জন। যা শুক্রবারের চেয়ে কম।
স্বাস্থ্যমন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় ভারতের গণমাধ্যম হিন্দুস্থান টাইমস।
খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনাক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪৮ হাজার ৬৯৮ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ৩ কোটি ১ লাখ ৮৩ হাজারে।
শুক্রবার ভারতে মৃত্যু হয়েছিল এক হাজার ৩২৯ জনের। করোনাক্রান্ত হয়েছিলেন ৫১ হাজার ৬৬৭ জন। ভারতে করোনা ভাইরাসে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৪ হাজার ৪৯৩ জন।
এ নিয়ে শনিবার পর্যন্ত বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ৩৯ লাখ ২৫ হাজার মানুষের। আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ১১ লাখ ৮৬ হাজার মানুষ।