যশোর ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চট্টগ্রামের তিন গরু ব্যবসায়ীসহ ৪ জনের মৃত্যু হয়েছে। তারা গরু কিনতে যশোর যাচ্ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
রোববার দুপুরে যশোর বেনাপোল মহাসড়কের মালঞ্চী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-গরু ব্যবসায়ী নয়ন, নাইম ও জনি। তারা চট্টগ্রামের মুরাদনগর এলাকার বাসিন্দা। নিহত অপরজন হলেন প্রাইভেটকার চালক। তার পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনায় আরেক গরু ব্যবসায়ী আহত হয়েছেন। তিনি হলেন- চট্টগ্রামের বটতলার আকাশইন গ্রামের জহির আহমেদের ছেলে শাহাবুদ্দিন (৩০)।
যশোরের নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, রোববার চট্টগ্রামের ৪ গরু ব্যবসায়ী প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ ১৫-৭০৫৪) নিয়ে গরু কেনার জন্য যশোরের শার্শা উপজেলার সাতমাইল পশুহাটের দিকে যাচ্ছিলেন। দুপুর ১২টার দিকে তাদের প্রাইভেটকার যশোর-বেনাপোল মহাসড়কের মালঞ্চী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের (ঢাকা মেট্রো ট ২২-৯২৬৭) সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়৷ এতে ঘটনাস্থলে প্রাইভেটকার চালকসহ তিনজন এবং যশোর জেনারেল হাসপাতালে আনার পর একজনের মৃত্যু হয়।