বিনা প্রয়োজনে কেউ রাস্তায় বের হবেন না : আইজিপি

নিজস্ব প্রতিবেদক

আইজিপি বেনজীর আহমেদ
আইজিপি ড. বেনজীর আহমেদ। ফাইল ছবি

নগরবাসীকে বিনা প্রয়োজনে রাস্তায় বের না হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। সম্মিলিত প্রচেষ্টা ছাড়া করোনা নিয়ন্ত্রণ সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার বেলা ১১টার দিকে মগবাজারের বিস্ফোরণস্থল পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

universel cardiac hospital

বিস্ফোরণটা কিসের এবং কীভাবে ঘটলো, সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন, দেখুন এ বিস্ফোরণে একমুখী ধ্বংসযজ্ঞ হয়েছে। কিন্তু কোনো বিস্ফোরক পদার্থের কারণে বিস্ফোরণ ঘটলে ক্ষতিটা চারদিকে হয়। আর ওই ভবনের ভেতরে কিন্তু এখনও মিথেন গ্যাসের গন্ধ আছে। ফায়ার সার্ভিসের তদন্তে বিষয়টি বেরিয়ে আসবে।

আইজিপি বলেন, আপাতত কোনো বিষয়ে কমেন্ট করা ঠিক হবে না। আগে আমরা দেখি বিস্ফোরণটা কেন হলো। তারপর আমরা বুঝতে পারবো আসল ঘটনা কী। আমাদের বিশেষজ্ঞরা বিষয়গুলো দেখবেন। একটা সিলিন্ডার যদি ঠিকভাবে মেইটেন্যান্স করা না হয়, তাহলে সেটি কিন্তু একটি বোমা।

শেয়ার করুন