ভূমধ্যসাগর থেকে বাংলাদেশিসহ ১৭৮ জন উদ্ধার

মত ও পথ ডেস্ক

ভূমধ্যসাগর থেকে অভিবাসী উদ্ধার
ফাইল ছবি

ভূমধ্যসাগর থেকে তিউনিসিয়ার নৌবাহিনী ১৭৮ জন অভিবাসনপ্রত্যাশীকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে। এসময় তারা অন্য দুজনের মৃতদেহ উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে রোববার (২৭ জুন)।

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। যাদের উদ্ধার করা হয়েছে তারা বাংলাদেশ, ইরিত্রিয়া, মিসর, মালি ও আইভরি কোস্টের নাগরিক।

universel cardiac hospital

তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ জেকরি বলেছেন, লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার জন্য ভূমধ্যসাগরে যে ভয়ংকর পথ রয়েছে সেখানে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী নৌকাটি ভেঙে যায়। নৌকাটি ডুবে যাচ্ছিল।

মন্ত্রণালয়ের সূত্রে আরও বলা হয়েছে, অভিবাসীরা লিবিয়ার জুয়ারা বন্দর থেকে শুক্রবার অথবা শনিবার রাতে রওয়ানা হয়েছিল।

৪৮ ঘণ্টা সময়ের ব্যবধানে ওই এলাকা থেকে দ্বিতীয়বারের মতো অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করা হয়েছে। এর আগে গত শুক্রবার ২৬৭ জনকে উদ্ধার করে তিউনিসিয়ার নৌবাহিনী। তারা লিবিয়া থেকে ইতালি যাচ্ছিল।

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এপ্রিল পর্যন্ত ১১ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী লিবিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে ইউরোপের পথে যাত্রা করে। এ সংখ্যা গতবছরের একই সময়ের তুলনায় শতকরা ৭০ ভাগ বেশি।

শেয়ার করুন