রাজশাহীতে করোনায় প্রাণ গেলো আরও ১৪ জনের

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক)
ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে সবশেষ ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়। এর আগের ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছিল।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত ১৪ জনের মধ্যে রাজশাহীর সাতজন, চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন, নাটোরের একজন এবং নওগাঁর একজন মারা গেছেন। মৃতদের মধ্যে সাতজনের করোনা পজিটিভ ছিল। আর বাকি সাতজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।

universel cardiac hospital

এ নিয়ে চলতি মাসে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মোট ৩১২ জনের মৃত্যু হলো।

হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮ জন। সোমবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালে ভর্তি আছেন ৪৪২ জন। আগের দিন ভর্তি ছিলেন ৪৩৪ জন। হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা ৪০৫টি।

শেয়ার করুন