ভারতে করোনায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক

ভারতে করোনা শনাক্ত
ছবি : সংগৃহীত

করোনাভাইরাসে ভারতে মৃত্যু কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৮১৭ জনের। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় হিন্দুস্তান টাইমস।

খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনাক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৯৫১ জন।

universel cardiac hospital

এ নিয়ে দেশটিতে করোনায় সব মিলিয়ে মৃত্যু হয়েছে তিন লাখ ৯৮ হাজার ৪৫৪ জনের। ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন তিন কোটি তিন লাখ ৬২ হাজার মানুষ।

এর আগে মঙ্গলবার দেশটিতে মৃত্যু হয়েছে ৯০৭ জনের। আক্রান্ত হয়েছিলেন ৩৭ হাজার ৫৬৬ জন।

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসছে। ধীরে ধীরে কমছে মৃত্যু এবং সংক্রমণের হার। মে মাসে প্রায় প্রতিদিন সাড়ে তিন থেকে চার হাজার মানুষের মৃত্যু হয়েছে দেশটিতে। আক্রান্ত হয়েছেন তিন থেকে চার লাখ মানুষ। সে তুলনায় বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক বলা চলে।

এ পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৩৯ লাখ ৫৩ হাজার মানুষের। আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ২৫ লাখ মানুষ।

শেয়ার করুন