এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল ইংল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সফররত শ্রীলঙ্কাকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট। এদিন ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২৪১ রান তুলে লঙ্কানরা। জবাবে খেলতে ৪২ বল এবং ৮ উইকেটে হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইয়ন মরগানরা।

ইংল্যান্ড সফরে এসে নাকানি-চুবানিই খাচ্ছে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। সফরের শুরুতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে সফরকারীরা। সবকটি হেরে হয়েছে হোয়াইটওয়াশ। এরপর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও পরাজয়ের গ্লানি বইতে হয়েছে সফরকারীদের। সিরিজে ঘুরে দাঁড়ানোর উদ্দেশ্যে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে নামে।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। ইংলিশ ব্যাটিং অলরাউন্ডার স্যাম কারেনের বোলিং তোপে রীতিমতো দিশেহারা হয়ে পড়ে লঙ্কান ব্যাটসম্যানরা। মাত্র ২৪ রান তুলতেই ৪ উইকেট হারায় সফরকারীরা। এর তিনটি উইকেটই নেন স্যাম কারেন।

ওপেনার কুশল পেরেরা শূন্য রানে ফেরার পর ২ রানে আউট হন অভিসকা ফার্নান্দো। আর পাথুম নিশানকা করেছেন ৫ রান। অন্যদিকে প্যাভিলিয়নে ফেরার আগে চারিথ আসালঙ্কা করেছেন মাত্র ৩ রান।

এ সময় মনে হচ্ছিল হয়তো অল্পতেই গুটিয়ে যায় পেরেরা বাহিনী। কিন্তু পঞ্চম উইকেট ওয়ানিন্দু হাসারাঙ্গাকে নিয়ে ৬৫ এবং ষষ্ঠ উইকটে দাসুন শানাকাকে নিয়ে ৫৮ রানে জুটি গড়েন ধনঞ্জয়া ডি সিলভা। আউট হওয়ার পূর্বে ৯১ রানের ইনিংস খেলেন তিনি। এদিকে সিলভা করেছেন ৪৭ রান। ইনিংস থামে ২৪১ রানে।

ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ পাঁচটি উইকেট স্যাম কারেনের। আর ডেভিড উইলি নিয়েছেন চারটি উইকেট।

ফলে ২৪২ রান তাড়া করতে নেমে ইংলিশদের কোনো বেগ পেতে হয়নি। জয় পেতে মাত্র চারজন ব্যাটসম্যান ক্রিজে আসেন। এর মধ্যে জনি বেয়ারস্টো ছাড়া সবাই অর্ধশত রানের ইনিংস পূর্ণ করেছেন। বেয়ারস্টোর সংগ্রহ ২৯ রান। ৬০ রান করেন জেমস রয়। এদিকে ৬৮ রানে জো রুট এবং ৭৫ রানে ইয়ন মরগান অপরাজিত থাকেন।

শেয়ার করুন