বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ উৎসব কান ফেস্টিভ্যালে প্রদর্শিত হতে যাচ্ছে বাংলাদেশের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। সিনেমার মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় টিভি অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এর নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদ। আন্তর্জাতিক পরিমণ্ডলে আব্দুল্লাহ মোহাম্মদ সাদের এই সিনেমা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে।
প্রতি বছরের ন্যায় এবারও ফ্রান্সের কান শহরে জমকালো আয়োজনের ৭৪তম আসর বসতে যাচ্ছে। যেখানে গোটা বিশ্বের প্রখ্যাত নির্মাতাদের আলোচিত সব সিনেমা প্রদর্শিত হবে।
সেই উৎসবে ঠাঁই পেয়েছে ‘রেহানা মরিয়ম নূর’। জানা গেছে, কানে প্রথমবারের মতো কোনো বাংলাদেশী চলচ্চিত্র অফিসিয়াল সিলেকশন বিভাগ ‘আঁ সার্তে রিগা’য় স্থান করে নিয়েছে। আর সেই বিভাগে সবার আগে প্রদর্শিত হবে বাংলাদেশের ‘রেহানা মরিয়ম নূর’।
কান চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ প্রকাশিত সময়সূচিতে এমনটাই দেখা যাচ্ছে।
আগামী ৭ জুলাই সকাল ১১টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ৩টা ১৫ মিনিট) প্রিমিয়ার হবে এই সিনেমার। এটি প্রদর্শিত হবে কানের পালে দে ফেস্টিভাল ভবনের সাল দুবুসি প্রেক্ষাগৃহে।
প্রিমিয়ারে উপস্থিত থাকবেন ‘রেহানা মরিয়ম নূর’-এর পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, সিঙ্গাপুরের প্রযোজক জেরেমি চুয়া, চিত্রগ্রাহক তুহিন তমিজুল, প্রোডাকশন ডিজাইনার আলী আফজাল উজ্জল, শব্দ প্রকৌশলী শৈব তালুকদার, কালারিস্ট চিন্ময় রয় এবং নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু। বর্তমানে তারা প্যারিসে কোয়ারেন্টিন অবস্থায় আছেন।