সোমবার থেকে দেশজুড়ে টিসিবির পণ্য বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক

টিসিবির পণ্য বিক্রয়
টিসিবির পণ্য বিক্রয়। ফাইল ছবি

লকডাউনে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে আগামীকাল সোমবার থেকে দেশব্যাপী স্বল্পমূলে পণ্য বিক্রি শুরু করতে যাচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এ কার্যক্রম আগামী ২৯ জুলাই পযর্ন্ত চলবে।

আজ রোববার টিসিবির দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা হুমায়ুন কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হুমায়ুন কবির বলেন, করোনায় সাধারণ ভোক্তাদের চাহিদা মোতাবেক পণ্য সরবরাহ করার লক্ষ্যে সোমবার থেকে এ কার্যক্রম শুরু হচ্ছে। ঈদ-উল-আযহার ছুটি ব্যতিত ২৯ জুলাই পর্যন্ত চলবে।

টিসিবি জানায়, দেশের সকল মহানগরী, জেলা ও উপজেলায় ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্যসামগ্রী বিক্রি করা হবে। এর মধ্যে ঢাকা সিটিতে ৮০টি ও চট্টগ্রাম সিটিতে ২০টি ট্রাক রয়েছে। ট্রাকসেলে প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মশুরের ডাল প্রতি কেজি ৫৫ টাকা এবং সয়াবিন তেল প্রতি লিটার ১০০ টাকা দরে মিলবে।

শেয়ার করুন