ব্রাহ্মণবাড়িযা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের মা আলহাজ্ব আনোয়ারা বেগম মৃত্যুবরণ করেছেন। তিনি আজ সোমবার দুপুর ২টা ৩০ মিনিটে বার্ধক্যজনিত জটিলতায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৩ বছর।
বিষয়টি আল মামুন সরকার নিজেেই নিশ্চিত করেছেন।
মরহুমার জানাজা করোনাভাইরাস প্রতিরোধ জনিত সকল স্বাস্থ্য বিধি অনুসরণ করে আগামীকাল মঙ্গলবার সকাল ১০ টায় শেরপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।
- আরও পড়ুন >> হেফাজতকে নিষিদ্ধ করা সময়ের দাবি
এদিকে আনোয়ারা বেগমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংসগঠন।
উল্লেখ্য শতবর্ষী আনোয়ারা বেগম দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত নানান জটিলতায় ভোগ ছিলেন। গত ২৮ মার্চ উগ্রবাদী ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলামের নেতাকর্মীদের দ্বারা তাঁর বাসভবনে হামলা ও অগ্নিযোগ করার সময় তিনি একটি কক্ষে আটকা পড়ে যান। সেসময় প্রতিবেশীদের সহযোগিতায় ভাগ্যক্রমে তিনি প্রাণে বেঁচে যান। এ ঘটনা থানায় একটি মামলাও দায়ের করা হয়।