পুঁজিবাজার: বড় উত্থানে চলছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজার
শেয়ারবাজার

করোনার প্রকোপ বৃদ্ধির কারণে সরকারঘোষিত বিধিনিষেধেও পুঁজিবাজারে আস্থা রয়েছে বিনিয়োগকারীদের মাঝে। চার দিন বন্ধ থাকার পর সোমবার খোলার পর দেশের দুই পুঁজিবাজারেই সূচকের বড় উত্থান লক্ষ্য করা যাচ্ছে। লেনদেনেও দেখা যাচ্ছে উর্ধ্বগতি। এদিন লেনদেনের প্রথম এক ঘণ্টায় বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। আলোচ্য সময়ে সবগুলো খাতেই বেড়েছে বেশিভাগ শেয়ারের দর। তবে লেনদেনে এগিয়ে বস্ত্র ও ব্যাংক খাত।

দেশের উভয় পুঁজিবাজার সূত্রে এ তথ্য জানা গেছে।

universel cardiac hospital

জানা গেছে, আলোচ্য সময়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেন হয়েছে ৫৭৮ কোটি ৪৪ লাখ ৩১ হাজার টাকা। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ২০ কোটি ৯৭ লাখ ৯০ হাজার ১৬৮ টাকা।

সোমবার ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৬৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২৫৯টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

সিএসইর লেনদেনে অংশ নেয়া ২০১টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৪৪টির। কমেছে ৪৩টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

এক ঘণ্টায় ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক ৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ছয় হাজার ২০৫ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ছয় পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩২১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ২১৮ পয়েন্টে।

অন্যদিকে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৯২৪ পয়েন্টে। সিএসইএক্স সূচক ৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ৭৬৮ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৪৬০ পয়েন্টে। সিএসই-৫০ সূচক দুই পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৯০ পয়েন্টে। সিএসআই তিন পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৯৫ পয়েন্টে।

শেয়ার করুন