করোনা : ভারতে সাড়ে ৩ মাসের মধ্যে সবচেয়ে কম সংক্রমণ

আন্তর্জাতিক ডেস্ক

ভারতে করোনা শনাক্ত
ছবি : সংগৃহীত

ভারতে করোনা ভাইরাসে মৃত্যু ও সংক্রমণ দুটোই কমছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৫৫৩ জনের। এ সময়ের মধ্যে করোনাক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৭০৩ জন।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় হিন্দুস্তান টাইমস।

universel cardiac hospital

খবরে বলা হয়, ধীরে ধীরে কমছে করোনার প্রকোপ। এর আগে ১৮ মার্চ ৩৫ হাজার ৭৮১ জন করোনাক্রান্ত হয়েছিলেন। মঙ্গলবার করোনাক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৭০৩ জন, যা ১৮ মার্চের পর থেকে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ।

গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তার পর দেশটিতে সংক্রমণ লাফিয়ে বাড়ে।

গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরন-এর পেছনে ভূমিকা রেখেছে।

মঙ্গলবার পর্যন্ত বিশ্বে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ৪০ লাখ ৮৪১ জন, আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ৪৯ লাখ মানুষ।

শেয়ার করুন